আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। । এই সময়ে, তিনি বলেছেন, এই সময়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক চক্রান্ত ঘটেছে, তবে আমার বিশ্বাস কেবল বাংলাদেশের মানুষে। শেখ হাসিনা বলেন, “যখন বাংলাদেশের মানুষ আমাদের পাশে থাকে, তখন সব অসম্ভাব সম্ভব হয়, এটি আমরা প্রমাণ করেছি। আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি এবং আজ সেখানে রেল সেতু চালু করেছি।
মঙ্গলবারে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন শেষে বলেন, “বিএনপি-জামায়াত দেশ ধ্বংস করে দেবে, এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য একমাত্র নৌকা মার্কাই আপনাদের সব রকম সহায়তা দেবে। আপনাদের কাছে আমার আহ্বান নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সেবা করার সুযোগ করে দেবেন। শেখ হাসিনা বলেন, “আমি এসেছি একটি উপহার নিয়ে। সেটি হলো রেল। আমি রেলে করে ভাঙ্গাই আসেছি। এটা কেউ কখনও চিন্তা করতে পারেননি। আমি আপনাদের পদ্মা সেতুর সাথে রেললাইনও উপহার দিয়ে গেছি।”
শেখ হাসিনা বলেন, “ফরিদপুর পুরানো শহর, কিন্তু সব সময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিকেল কলেজকে সম্প্রসারিত করে এবং সেবার আধুনিকীকরণ করেছি। আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আমরা সরকার এলে সেটি করে দেব।” আওয়ামী লীগ ক্ষমতায় বলেই দেশের উন্নয়ন হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। দেশকে আমরা আরও উন্নত করতে চাই।”
Leave a Reply