ফরিদপুরের চরভদ্রাসনের ভূবনেশ্বর নদীতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ওই স্কুল ছাত্রীর ভাই। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চরভদ্রাসন উপজেলা সদরের ভূবনেশ্বর নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্রীর নাম অমি আক্তার (১৫)। অমি আক্তার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো।অমির ভাই তামিম উপজেলা সদরের আলহেরা কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র। অমি আক্তার ও তামিম হোসেন উপজেলা সদরের উত্তর আলমনগর এলাকার সৌদি প্রবাসী শেখ রাসেলের সন্তান।
জানা যায়, উপজেলা সদরের উত্তর আলমনগর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী শেখ রাসেলের কন্যা অমি আক্তার ও পুত্র তামিম হোসেন বুধবার বিকালে নিজ বাড়ী থেকে নদীর ওপার আব্দুল সিকদার ডাঙ্গী গ্রামে নানা বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তারা ভুবনেশ্বর নদী দিয়ে তাফাল (টিনের তৈরি ছোট নৌকা) চড়ে পার হচ্ছিল। পার হওয়ার সময় প্রচন্ড বাতাসে তাফাল উল্টে গিয়ে তারা দুই ভাই বোন নিখোঁজ হয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি করে অমি আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু তামিম হোসেন কে এখনো খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে পাশ্ববর্তী সদরপুর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তামিম হাসানকে উদ্ধারে তল্লাশী শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তামিমকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমদাদুল হক তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন খানম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা।চরভদ্রাসন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমদাদুল হক তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রী অমির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ভাই তামিমের উদ্ধারে অভিযান চলছে। জানা যায় আজ ২০.আগস্ট সকাল ১০ টায় দিকে নিখোঁজ তামিমের লাশ পাওয়া যায়।
বাদ যোহর চরভদ্রাসনে পানিতে ডুবে যাওয়া ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু, লাশের জানাযা ও দাফন সম্পন্ন।
Leave a Reply