চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মোঃ সুলতান মোল্যা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় (কোভিড-১৯) করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ৩ এপ্রিল থেকে এপর্যন্ত ৭৩ জনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এর মধ্যে গত ২০ এপ্রিল ঢাকা থেকে আসা এক নারীর নমুনা সংগ্রহ করলে পরীক্ষাগার থেকে আসা রিপোর্টে সে উপজেলায় প্রথম করোনা আক্রান্তরোগী সনাক্ত হয়।
আক্রান্ত রোগীর বাড়ি উপজেলা সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, গত ৩ এপ্রিল থেকে এই পর্যন্ত উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো ৭৩ জনের মধ্যে ৬৪ জনের রিপোর্ট আমাদের হাতে এসেছে। এর মধ্যে এক জনের পজেটিভ ও ৬৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এছাড়া বাকি নয় জনের রিপোর্ট এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি বলে তিনি জানান।
Leave a Reply