চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মোঃ সুলতান মোল্যা: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ প্রাঙ্গনে বুধবার দুপুর ১২ টায় কার্ডধারী মানবিক সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে অধীন প্রধান মন্ত্রীর বিশেষ বরাদ্দের আওতায় উপজেলায় এ মানিবক সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। এ মানিবক সহায়তা কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক সহ সংশ্লিষ্টরা। জানা যায়, এ প্রকল্পের আওতায় আপাতত উপজেলার ১৫ হাজার ৫শ’ পরিবারে মানবিক সহায়তা কার্ড বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখিত পরিমানের কম-বেশীও হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্বোধনী দিনে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের প্রতি পরিবারে ১০ কেজি চাল ও একটি মিষ্টি কুমড়া সহ ১০৫ পরিবারে মোট এক মে.টন ৫০ কেজি চাল ও ১০৫টি মিষ্টি কুমড়া বিতরন করা হয়।
Leave a Reply