চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মোঃ সুলতান মোল্যা ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪মে) দুপুরের দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার।
এ সময় পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে।
মোঃ মিজানুরকে ৫০ হাজার টাকা এবং নিষিদ্ধ কারেন্ট ও বেড় জাল দিয়ে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ শিকারের দায়ে গোবিন্দ রাজ বংশিকে ৫ হাজার টাকা, মোঃ ভূটোকে এক হাজার টাকা, মোঃ শওকত হোসেনকে এক হাজার টাকা ও আলমাছকে এক হাজার করে পাচঁ জনকে ৫৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ, ক্ষেত্রসহকারি মোঃ শামিম হোসেন, ও উপজেলা সহকারি কমিশনার ভূমি কার্যালয়ের পেশকার মোঃ মানোয়ার হোসেন, চরভদ্রাসন থানার উপপরিদর্শক অতুল সহ পুলিশ ফোর্স।
Leave a Reply