ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি
- আপডেট সময় :
শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
-
৪০৮
চ্যানেল এস টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি ও আমাদের নতুন সময় এবং ডেইলী সিটিজেন টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি এস.এম আকাশের উপর হামলায় ঘটনায় কোতয়ালী থানায় ৪জনকে আসামি করে জিডি করা হয়েছে।
গতকাল ২৯ ডিসেম্বর ২০২০ রাতে সাংবাদিক এস.এম আকাশ নিজে থানায় হাজির হয়ে এই জিডি করেন। জানা যায়, ফরিদপুর জেলার সদর উপজেলার ১২নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর এবং সাংবাদিকদের কাছে ব্যাপক অনিয়ম দুর্নীতির লিখিত একটি অভিযোগ করেন এলাকাবাসী।
এর প্রেক্ষিতে সাংবাদিক এস.এম আকাশ, আনন্দ টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি এস.এম মনিরুজ্জামান মনির ও দৈনিক আজকের সারাদেশ পত্রিকা ও গণকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হাসান রাজিব অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগের সত্যতা জানতে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর ইউনিয়নে যায়।
সেখানে চলমান অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২০২০-২০২১ অর্থ বছরে (১ম পর্যায়) কাজে উপকার ভোগীর ১৩৪ জনের নামের তালিকায় বাস্তবে ৬৬
জনকে কাজ করতে দেখতে পায়।
উক্ত প্রকল্পে ৬৮ জনের ভূয়া নাম ব্যবহার করার সত্যতা পেয়ে সাংবাদিকরা ভিডিও করে এবং ভূয়া নামধারীদের সাক্ষাৎকার রেকর্ড করে।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply