চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মোঃ সুলতান মোল্যা, ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নে গতকাল রবিবার সকাল ১২ ঘটিকায় উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে করোনা ভাইরাজ -১৯ মোকাবিলায় চলমান লক ডাউনের ফলে কর্ম বন্ধো থাকায় বেকার হয়ে পড়া রিক্সা চালক, অটো রিক্সা চালক, রাজ শ্রমিক, কুলি, মুজুর সহ নিম্ন আয়ের ৩০০ শত জনকে জেলা প্রশাসকের ত্রান ভান্ডার থেকে খাদ্য সহায়তা বিতরন করা হয়।
বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ,ইউপি সদস্য বোরহান মোল্যা ,ইউপি সদস্য ফোজলুর রহমান সহ অন্যান্য ইউপি সদস্যরা।
প্রতি এক জনকে ১০ কেজি চাউল ও ২ কেজি আলু সহ ৩ শত পরিবারকে মোট ৩ মে.টন. চাল ,৬০০ শত কেজি আলু বিতরন করা হয়।
আজাদ খান বলেন এভাবে প্রতি একদিন পরপর আমরাদের প্রতিটি ইউনিয়নে সকলের মাঝে খাদ্র সহয়াতা প্রদান করা হচ্ছে।
Leave a Reply