ফুলেল শুভেচ্ছা নিবেদন শেষে রাষ্ট্রিয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন কলসকাঠী ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মনু তালুকদার,
শাহিন হাওলাদার /বরিশাল জেলা প্রতিনিধি /
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, কলসকাঠী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক তালুকদার মনুর কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে রাষ্ট্রিয় মর্যাদায় পরিবারিক কবর স্হানে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৫ টায় ঢাকা বেসরকারি মেডিকেল হাসপাতালে মৃত্যু হলে সেখান থেকে বরিশাল কাউনিয়া নিজ বাসার এনে দুপুর ২ টায় যোফহর নামাজের পরে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তী গ্রামের বাড়ি কলসকাঠি ইউনিয়নের ক্ষুদ্রাকাঠির উদ্দেশ্য নিয়ে এলে কলসকাঠি বাজার এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের সকাল ১০ টায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান ও ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় হাজারো মানুষের উপস্থিতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেদন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আলহাজ্জ এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম বেগম নাসরিন জাহান রতনা এমপির পক্ষে কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ বাছেদ হাওলাদার বাচ্চু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার আব্দুল কাদের হাওলাদার ও সাবেক ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি আবদুস সালাম তালুকদার ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্হানীয় ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেত্রবৃন্দরা।
Leave a Reply