নিজস্ব প্রতিবেদক: আমাদের প্রানপ্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশালের হিজলায় বিক্ষোভ ও প্রতিবাদ অব্যহত রয়েছে।
৫ নভেম্বর বাদ আছর উপজেলার হরিণাথপুর জামিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে হরিণাথপুর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাদম তলা জামে মসজিদ প্রাঙ্গনে এসে প্রতিবাদ সামবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ফ্রান্সের দৃষ্টতাপূর্ন গর্হিত কাজের তিব্র নিন্দা জানান। একই সাথে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবীসহ ফ্রান্সের সকল পন্য আমদানিতে নিষেধাজ্ঞা জারীর দাবী জানান। প্রতিবাদ সভায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড দেখা যায় এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রো কুশপত্তলিকা দাহ্ করে বিক্ষোভকারীরা। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া হরিণাথপুর এর মোহতামিম মাওলানা আব্দুর রহিম (বড় হুজুর), বক্তব্য রাখেন নায়েবে মোহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।
Leave a Reply