মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: যুবরাই লড়বে, ডিজিটাল বাংলাদেশ গড়বে, যতই হোক ক্লেশ, যুবরাই গড়বে দেশ, দিন বদলের আহবান যুব কর্মসংস্থান, যুব সমাজের শক্তি, কর্মেই আসবে অর্থনৈতিক মুক্তি এই স্লোগানকে সামনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে মুলাদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা, ঋন বিতরন,সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১লা নবেম্বর বেলা ১১ টায় মুলাদী শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম কুমার, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ খান, আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকে ম্যানেজার সমীর মন্ডল, মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এইচ.এম. জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা সুমন হাওলাদার, শাহাদাত হাওলাদার, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সাংবাদিক রেজা হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ দপ্তর সম্পাদক হাচান হাওলাদার, কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় সরদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান বলেন জাতির পিতার জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে-২০২০ যুব উন্নয়ন অধিদপ্তর আওতায় যুবকদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও আত্ম কর্মসংস্থানের দিক তুলে ধরে আলোচনা করেন এবং যুবকদের ঋন বিতরন, সনদপত্র ও ক্রেষ্ট বিতরন করেছেন। যুব দিবস উপলক্ষে উপজেলা বন বিভাগের উদ্যোগে যুবকদের মাঝে ৩০০ গাছের চারা বিতরন করেছেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই ও উদ্যোক্তা মোমেনা জাহান।
Leave a Reply