এক মাস ধরে বন্যায় ভাসছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা। পানি কখনো বাড়ছে, কখনো কমছে। কখনো পানি বেড়ে ডুবে যাচ্ছে নদী তীরের মানুষের মাথা গোঁজার ঠাঁই। সামান্য যে উঁচু জায়গাটুকু পানি ছুঁতে পারেনি, সেখানে কোনমতে গবাদিপশু রেখে নিজেরা আশ্রয় নিয়েছেন নৌকায়।
বন্যার পানি বেড়ে যাওয়ায় সারিয়াকান্দি সদর উপজেলার চরবাটিয়া গ্রামের অনেক বাড়ি ডুবে গেছে। গোয়ালঘরের পাশে ছোট একটি মাচা পেতে কয়েকদিন সেখানে কাটাতে পারলেও পানি বাড়ায় জিনিসপত্র নিয়ে এখন নৌকায় উঠেছে পরিবারটি।
চরবাটিয়া গ্রামের আরেকটি বাড়ির একই দশা। এ বাড়িটিও তলিয়ে যাওয়ায় কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন নৌকায়।
চরবাটিয়া গ্রামের এই শিশুরা এখন নৌকায় বন্দি; দিনরাত কাটে সেখানেই।
Leave a Reply