নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে নানা অপরাধমূলক কার্যক্রমের সাথে বেড়ে উঠা কিশোর গ্যাং এর মুলহোতা গুটি রাজনের কর্মকান্ডের বিষয় নিয়ে গত বৃহস্প্রতি বার ৮ই অক্টোবর কিশোর গ্যংয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাই সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ পরিবেশন করার কারনে সংবাদ কর্মীর পরিবারের উপর হামলা চালানো হয়, এমনকি সংবাদ কর্মীকে প্রান নাশের হুমকি দেয়া হয়।
আনুমানিক বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কিশোর গ্যাং গুটি রাজন এর বাহিনীরা সংবাদ কর্মীর পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা করে। হামলা কালে তার পরিবারের সদস্যরা সংবাদকর্মী মিলন সরদারকে হামলার ঘটনা মুঠো ফোনে জানায়। মিলন সরদার প্রান নাশের ভয়ে প্রসাশনের সরনাপন্ন হন। প্রথমে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি অসিম কুমার সিকদার কে হামলার ঘটনাটি মুঠো ফোনে জানালে তিনি ঘটনাস্থলে এ.এস.আই নাসির উদ্দিন সহ একটি পুলিশের টিম পাঠান পরে সংবাদকর্মী আাবার সহকারী পুলিশ সুপার মতিয়ুর রহমানের কাছে হামলার বিষয়ে স্বাক্ষাত কালে জানান। এবিষয়ে সংবাদকর্মী মিলন সরদারের পরিবারের পক্ষ থেকে মিলন সরদার বাদী হয়ে হিজলা থানায় একটি এজহার ভুক্ত মামলা দায়ের করেন, মামলা নং ০২/১৪৫।
পরবর্তীকালে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার সিকদার উক্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য হিজলা থানা পুলিশ জনাব, নাসির সহ একটি টিম পাঠান। তিনি ঘটনাস্থলে এসে এব্যাপারে তদন্ত করে সতত্যা পেলে পরবর্তীতে গুটি রাজনকে কাউরিয়া বাজার থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার করে ০৯ই অক্টোবর বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়। এব্যাপারে সংবাদকর্মী ও তার পরিবার নিরাপত্তার জন্য প্রসাশনের সার্বিক সহযোগীতা কামনা করেন।
Leave a Reply