বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবদুল জব্বার মেহমান কলেজ মাঠে শনিবার বেলা ১১ টায়,নিহত ইমার পরিবার ও এলাকা বাসি ইমা হত্যা কান্ডের দুরত্তো বিচারের দাবিতে এ মানববন্ধন করেন। প্রতিবাদ ও সমাবেশ কালে এলাকাবাসী বলেন ইমাকে তার পাসন্ডো স্বামী নিজেই নিস্ঠুর ভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এলাকা বাসি বলে আমরা বাংলাদেশ সরকারের মন্ত্রীর হস্তক্ষেপ কামনায় দ্রুত ইমার হত্যা কারী স্বামী মোহসিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার কার্যকর এবং সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যা কারীর ফরাসির দাবি জানায় হিজলা উপজেলার হরিনাথ পুরের সকল পেশার মানুষ।
Leave a Reply