বরিশালের হিজলায় নারীর ক্ষমতায়ন বিশেষ করে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নাগরিক পরিষেবায় নারির অভিজ্ঞতা সহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সমতা আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভাবনী পন্থার উপর গুরুত্বাররপ করে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, বিশেষ অতিথি ইসামাইল রাড়ি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসরিন খানম ও প্রজেক্ট কো-অরিডিনেটর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন নারীর প্রতি সহিংষতা প্রতিরোধ নারি ও শারিরীক , যৌন, মানষিকসহ অন্যান্য নির্যাতন বৈষম্য থেকে রক্ষা ও বাল্য বিয়ে প্রতিরোধে বিদ্ধমান আইন ও নিতি কাঠামো আইন ও প্রয়োগ নিশ্চিত করতে সামাজিক সংগঠনগুলোর একটি অর্থবহ নেটওয়ার্কিং সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে একযোগে কাজ করার জন্য কার্যকর কর্মকৌশল খুজে বের করবে।
বিদ্ধমান আইন ও নিতিমালায় কোন অপূর্নতা থাকলে তা খুজে বের করে নাগরিকদের পরামর্শ নিয়ে জেলা পর্যায়ে অধিক পরামর্শের আয়োজন করা এই প্রকল্পের অন্যতম উদ্দ্যেশ্য। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একযোগে কাজ করতে সুশিল সমাজিক সংখ্যা গুলি সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহ একটি নতুন কর্মপন্থার উদ্যগ নিবে। এসময়ে বাল্য বিবাহ হ্রাস এবং নারির প্রতি সংহতি গড়ে তুলতে নাগরিক অংশগ্রহন জোরদার করতে হবে।
Leave a Reply