বরিশালের হিজলা উপজেলায় অস্বাভাবিক জোয়ারের পানী বৃদ্ধি পেয়ে উপজেলার প্রায় বেশিরভাগ এলাকার ঘরবাড়ি পানীতে ডুবে গেছে। রাস্ত ঘাটা, ঘর বাড়ি, পুকুর কৃষি পনী পানির নিচে রয়েছে।
গতকাল ১৯ আগস্ট বিকালে পুরাতন হিজলা, বাউসিয়া,ধুলখোলা, দূর্গাপুর, মৌলভিরহাট, হরিনাথপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তা ঘাট, কৃষি ফসল ও পুকুর ডুবে গেছে এমনকি বসত ঘরের ভিতরে ও রয়েছে হাঁটু পানী কিছু কিছু ঘরে প্রায় কোমড় পর্যন্ত। গবাদী পশুর স্থান হয়েছে উচু রাস্তায়। উপজেলার প্রায় ১৫-২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কিছু কিছু এলাকার মানুষ সাইক্লোন সেল্টারে অবস্থান করছে।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানায় নিন্ম চাপ সৃস্টি হয়ে জোয়ারের পানী বৃদ্ধি পেয়েছে। আমরা প্রশাসনের পক্ষথেকে সকল এলাকার সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছি, এমনকি ৬৯ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়ে়েছ।
Leave a Reply