মুজিববর্ষের আহ্বান যুব কর্মসংস্থান এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায়ে বরিশালের হিজলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান-এই প্রতিপাদ্য নিয়ে, বরিশালের হিজলা উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার ১নভেম্বর সকাল ১১টায়, সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান আকন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান আকন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যমকর্মি, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারিগণ সহ যুব ও যুব মহিলাগণ। উক্ত আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষ্যে প্রশিক্ষিত ৪ জন যুব ও ৬ জন যুব মহিলার মধ্যে ৬ লক্ষ ৭৫ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
Leave a Reply