নিজস্ব প্রতিবেদক:: বরিশালের হিজলা উপজেলাধীন গুয়াবাড়ীয়া ইউনিয়নে প্রভাবশালীদের ছত্র ছায়ায় গড়ে উঠছে ভংকর কিশোর গ্যাং। রাজন ওরফে গুটি রাজন নামের কিশোর গ্যাংটির পিছনে রয়েছে স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়া। তারা ইউনিয়নের কাউরিয়া বাজার সহ বিভিন্ন গ্রামে প্রসাশনের চোখকে ফাকি দিয়ে নানা সময়ে বড় ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে এই কিশোর গ্যাংটি। মাদক ব্যবসা,চুরি ,ছিনতাই, থেকে শুরু করে দিন দিন জরাচ্ছে বড় ধরনের অপরাধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুটি রাজন কিছু দিন আগে হিজলা থেকে ঢাকা পালিয়ে যায়। বেশ কিছুদিন আত্নগোপনে থেকে ঢাকায় বড় বড় মাদক ব্যবসায়ীদের সাথে সঙ্গতা তৈরি হয়, পরে আবার হিজলা উপজেলার নরসিংহপুরের নিজ গ্রামে চলে আসে। চালিয়ে যাচ্ছেন মাদকের জমজমাট বানিজ্য।
স্থানীয় সূত্রে যানা গেছে, রাজনের পিত্রি পরিচয় নেই এবং একাধিক বিয়ের পরে তার মা এখন দেশের বাহিরে অবস্থান করছে। তবে,মো: হোসেন চৌকিদার ছোট কাল থেকে লালন পালন করে আসছেন, রাজন তাকেই বাবা বলে সম্মধন করে।
গুটি রাজন হিজলা উপজেলার যুব সমাজকে ধ্বংষ করার লক্ষে, যুব সমাজ ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে, প্রসাশনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েই দিন দিন বেড়ে উঠছে কিশোর গ্যাং এর অপরাধ।
রাজনের ব্যবসায়ী পার্টনার একেই গ্রামের পরেশ দাসের ছেলে ”সুভ্র দাস”, সুত্র জানায় কয়েক মাস পূর্বেই গুটি রাজন ঢাকা থেকে পিস্তল নিয়ে আসে। এবং সেই পিস্তল সুভ্রদাসকে দেখালে সুভ্র দাস আবার একই গ্রামের অন্য একজনের সাথে বিষয়টি বালা-বলি করে।
উল্লেখ্য গতকাল মো: মিলন সরদার ও মো: হোসেন চৌকিদার এর সাথে জমি-জমা নিয়ে একটু বিরোধ থাকলে সমাধানের জন্য, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদন করলে-তার পরিপেক্ষিতে নির্বাহী কর্মকর্তা গতকাল (৬ অক্টবর) রোজ মঙ্গলবার বিরোধের জমি মাপার জন্য সহকারী সার্ভেয়ার এসে সিমানা নির্ধারন করেন। সহকারী সার্ভেয়ার চলে যাওয়ার পরে আমরা বিবাদীর বাড়ীর সামনে দিয়ে আমার ভাতিজা (রাকিব সরদার) আসলে, গুটি রাজন দাড়ালো দা নিয়ে দাড়িয়ে থাকে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং সিমানা নির্ধারন করা পিলার উঠাইয়া ফেলে। ডাকা ডাকি করে বলে বেড়াচ্ছে যদি কেউ জমির কাছে আশে তাহলে কোপিয়ে টুকরো টুকরো করে ফেলবো।
অতঃপর প্রান নাশের ভয়ে মো: মিলন সরদার বাদী হয়ে হিজলা থানায় একটি জিডি করেন। জিডি নং ২২০
অন্য একটি সুত্র ঘটনাটি যানতে পারা যায়, তৎকালীন সময় দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার জনাব, মোহাম্মদ আনিচুল হক’কে জানানো হয়।
Leave a Reply