বাংলাদেশ আওয়ামীলীগ হিজলা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগের নেতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্মেলনের স্থান হিজলা উপজেলা পরিষদের মাঠ সহ বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন দিয়ে পুরো এলাকা সাঁজানো হয়েছে বর্ণিল সাজে। শুক্রবার সকাল ১০টা আয়োজিত সম্মেলন প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ্ এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড: তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আনিসুর রহমান ও সদস্য গোলাম রব্বানী চিনু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড: মুনসুর আহমেদ, বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড: আফজালুল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ্ সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও সম্মেলনে হিজলা উপজেলা ও সকল ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply