নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
কাজিরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ইউপি সদস্যের হিজলায় তিন মাদক ব্যবসায়ীকে আটক হিজলায় এফ এ আর গ্রুপের শতাধিক পরিবারের মাঝে গরু বিতরণ ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে মেঘনা পারের মানুষ। হিজলায় মাদক ব্যবসায়ী স্বামীর অত্যাচারে স্ত্রীর আত্মহত্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ হিজলায় মসজিদ কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। কাজিরহাটে নারী মানবাধিকার কর্মীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। হিজলায় সয়াবিন খাওয়ায় দুই মাসের আত্মসত্ত্ব গরুর পিটিয়ে মারার অভিযোগ উঠেছে । বরিশালের মেহন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত – ৩
বরিশালের হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ।

বরিশালের হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ।

বরিশালের হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ।হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মৎস্য কর্মকর্তার চাদাবাজীতে অতিষ্ঠ মেঘনা নদীর জেলেরা।বিভিন্ন সময় নদীতে অভিযান চলাকালীন সময়ে অসহায় জেলেদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

এ বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন মহল নিশ্চপ থাকায় হতাশ মেঘনা পাড়ের জেলেরা।মেঘনা পাড়ের অসহায় জেলেদের দারিদ্রতার সুযোগ পেয়ে মৎস্য কর্মকর্তা অভিযান চলাকানীন সময়ে টাকার বিনিময়ে জাল দিয়ে মাছ শিকার করায়।প্রতিটা জেলে নৌকা প্রতি ৮ শত থেকে ২৫ শত টাকা করে হাতিয়ে নিচ্ছে মৎস্য কর্মকর্তা। এসব অনৈতিক কর্মকান্ড করার জন্য মৎস্য কর্মকর্তা একটি সিন্ডিকেট বাহিনী গড়ে তুলছেন।তিনি যখন নদীতে অভিযান পরিচালনায় যান তখন মৎস্য দপ্তরের নদী পাহাড়াদার বারেক মোল্লা নদীতে নামার সঙ্গে সঙ্গে ফেইসবুক লাইভ করে জেলেদের জানিয়ে দেওয়া হয় মৎস্য কর্মকর্তা নদীতে রয়েছে।এছাড়া বিভিন্ন জেলেদের কাছ থেকে টাকা উত্তোলন দায়িত্বে রয়েছে মৎস্য দপ্তরের নদী পাহাড়াদার রুহুল আমিন ও আলআমিন।
অভয়াশ্রম অভিযান কে কেন্দ্র করে দৈনিক লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।গত সপ্তাহে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ মাষ্টারের বালু কাটার মেশিন হিজলার শাওড়া সৈয়দখালী নামক স্থানে আটক করে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে আলতাফ মাষ্টারের ম্যানেজার।
এছাড়াও গত শুক্রবার রাত ৯ টার সময় উপজেলার মেঘনা নদীর বাগড়ছা নামক স্থান থেকে ৩২ ব্যারেল অবৈধ মাছ আটক করে ৬ লক্ষ টাকার লেনদেন করে মাছ ছেড়ে দেওয়ার অভিযোগ করেন ঐ ট্রলারের মাঝি আলমগীর।
উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে উপজেলার সকল মাছ ঘাটে দৈনিক লক্ষ লক্ষ টাকার অবৈধ মাছ ক্রয় বিক্রয় হয় যার প্রমান এই প্রতিবেদকের কাছে রয়েছে।
যেসব জেলেরা নিষেধাজ্ঞা মেনে নদীতে যায় না এমন একাধিক জেলেরা জানায় মাঝে নদীতে নামে মাত্র অভিযান দেখায়।যাতে যেসব জেলেরা মাছ শিকার করে তারা যেনো ঠিত মত টাকা দেয়।
এসব অভিযোগের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দাবী আমার মাঝি কিংবা নদী পাহাদারা কি করছে এটা আমার দেখার বিষয় নয়।নদী পাহাড়াদার বারেক মোল্লা কে আমার প্রয়োজনে সাথে রাখি।আমার বিরুদ্ধে এসব অভিযোগ সব মিথ্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার জানায় অভিযানে নদীতে এতো অনিয়ম হয় এসব বিষয়ে আমার জানা নেই।তবে এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2020 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com