বরিশালের হিজলায় অজ্ঞত এক নারীর মরাদেহো উদ্ধার। বরিশালের হিজলা উপজেলার গুয়াবারিয়া ইউনিয়নের পত্তনি ভাঙ্গা নয়াভাগনী নদীর পারে ভেসে আসে এই লাশটি. স্থানীয় সূত্রে জানা যায় সকাল আনুমানিক ৫ টার দিকে এলাকা বাসি লাশটি দেখে হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার ও হরিনাথ পুর পুলিশ ফাড়ির এসআই আতিকুর রহমান মরদেহটি উধার করে ময়না তদন্তের জন্য বরিশালের শেরেবাংলা মিডিকালে হাসপাতালে পাঠান। নারীর মরদেহ শনাক্ত করার জন্য হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার পাশ্ববর্তী বিভিন্ন থানায় যোগাযোগ করছেন
Leave a Reply