গত ১১ই মে সোমবার সন্ধা সাড়ে সাত টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের রংগা গ্রামে চান্দু সরদারের সুুপারি বাগানের কাঠাঁল গাছ থেকে বিব¯্র ও কাদামাখা অবস্থায় আরাফাত ঢালী (৬) নামের এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাস উদ্ধার করা হয়। মৃত আরাফাত ঐ গ্রামের আ: রব ঢালীর ছেলে ও পার্শ্ববর্তী আজিমপুর কাজির হাটের ফুল কলি কিন্ডার গার্ডেন এর প্লে গ্রæপের ছাত্র। স্থানীয়রা জানান গতকাল সন্ধায় শিশুটির বাড়ির পেছনের চান্দুসরদারের সুপারি বাগানে একটি কাঠাল গাছের সঙ্গে শিশুটিকে কাদামাখা ও বিবস্্র অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা। পরে তারা হিজলা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে আরাফাতের লাশ উদ্ধার করে। এদিকে নিহতের স্বজনরা দাবী করেন পূর্ব শত্রæতার জেড় ধরে তার নাবালক শিশুটিকে হত্যা করা হয়েছে। স্বজনরা আরো জানান যে, তার ছেলের সাথে স্যালাই এর পাইপ নিয়ে ঐ দিনেই ঐ বাড়ির এক ছেলের সাথে ঝগড়া ঝাটি হয়। শিশু শিক্ষার্থী হত্যার বিষয়টি ধামা চাপা দেয়ার কোন সুযোগ নেই বলে দাবি করেন প্রসাশন। লাশ ময়না তদন্তের পরে সুরতহাল প্রদিবেদনে আসল রহস্য উন্মেচিত হবে এবং তার পরিপেক্ষিতে জোড়ালো পদক্ষেপ গ্রহন করার আস্বাস দেন পুলিশ প্রসাশন। হিজলা থানার অসি অসিম কুমার সিকদার জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে, শিশু শিক্ষার্থীর লাশ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার কারা হয়। এদিকে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নাঈমুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আরাফাতের বাবা বাদি হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন। সন্দেহ ভাজন জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অতি সিগ্রই আমরা মূল আসামিকে ধরতে পারব বলে আশা করি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই শেরে বাংলা মেডিকেল হাসপালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply