নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
বরিশালে শনাক্ত আরো ৪০ সুস্থ্য হয়নি কেউ: করোনা

বরিশালে শনাক্ত আরো ৪০ সুস্থ্য হয়নি কেউ: করোনা

বরিশাল জেলায় আরও ৪০ জন করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়নি বলেও জানা গেছে।রোববার রাতে বরিশাল জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার দুজন, বানারীপাড়ার এক, মুলাদীর এক, বাবুগঞ্জের এক, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুই ইন্টার্ন চিকিৎসক, তিন নার্স ও দুজন রেজিস্ট্রারসহ সাতজন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ছয়জন ও জেলা পুলিশের একজন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বাজার রোড এলাকার চার, সাগরদী এলাকার তিন, নথুল্লাবাদ ও রূপাতলির প্রত্যেক এলাকায় দুজন করে চারজন, চকবাজার, সদর রোড, কাঠপট্টি, আমানতগঞ্জ, চরেরবাড়ি, নাজির মহল্লা, ভাটিখানা, কাউনিয়া ও পুলিশ লাইন প্রত্যেক এলাকার একজন করে মোট ৯ জন এবং সদর উপজেলাধীন চরআইচা এলাকার একজনসহ মোট ৪০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে রোববার এ জেলায় করোনা থেকে কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2020 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com