♦বরিশাল থেকে সব রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
শাহিন হাওলাদার /
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল থেকে সব রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া এড়াতে এ ব্যবস্থা নেয় বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু বলেন, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলোর কেবিনের অগ্রিম বুকিং বাতিল করা হয়েছে। এর ফলে বরিশাল থেকে সব রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে সাধারণ যাত্রীরা এ সিদ্ধান্তে বিপাকে পড়লেও করোনাভাইরাস থেকে রক্ষায় সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানায় লঞ্চ কর্তৃপক্ষ।
Leave a Reply