বরিশালে শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসাব এটি। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শতকের ঘর ছাড়াল। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১। বিভাগে মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৭৭।
সর্বশেষ ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এর মধ্যে জুবায়ের (১৭) নামের এক কিশোর মারা গেছে বুধবার রাতে। সে পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। এর আগে বুধবার বিকেলে একই হাসপাতালে মারা যান সুকুমার রায় (৮২) নামের এক বৃদ্ধ। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা।
Leave a Reply