মেহেন্দিগঞ্জ প্রতিনিধ মোহসীন রাসেলঃ গতকাল দুপুর ১:৪৫ মিনিটে সময় মেহেন্দিগঞ্জ শুভ আগমন করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব পংকজ নাথ এমপি বরিশাল-৪ মহোদয় করোনা অাকান্ত পর দীর্ঘ সময় অসুস্থ থেকে সুস্থ হয়ে নিজ এলাকায় ফিরে আসলে মানুষের ভালবাসায় সিক্ত হলেন জননেতা পংকজ নাথ এমপি। প্রানঢালা ভালবাসা ও শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সহ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল, মাদ্রাসা শিক্ষকরা সহ হাজার সাধারণ মানুষের এই প্রান প্রিয় নেতা এক নজর দেখার জন্য মেহেন্দিগঞ্জ পাতার হাট লন্জ ঘাট সহ পাতার হাট বন্দর রাস্তা দুটি দারিয়ে পাশে অভিন্দন ও শুভেচ্ছা জানায়।
Leave a Reply