নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
হিজলায় সেনাবাহিনী ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম আজিম। হিজলায় মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ২০ জন আটক। হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত। আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠিয়েছেন। হিজলায় সুফিয়ান হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিজলা উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় । তীব্র তাপদাহ থেকে বাঁচতে হলে সবুজ বনায়নের বিকল্প নেই, ড. শাম্মী আহমেদ এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কুটির হাতিয়ার উদ্যোগে পূনঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

বাংলাদেশ কুটির হাতিয়ার উদ্যোগে পূনঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

Exif_JPEG_420

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ)ঃ হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ হাতিয়া উপজেলা পৌরসভা ০৬নং ওয়ার্ডে বাংলাদেশ কুটির হাতিয়ার উদ্যোগে পূনঃঘর নির্মাণ কাজ শুরু। ১৯/০২/২০২১ইং সকাল ১০টার সময় এই নির্মাণ কাজের শুভউদ্বোধন করেন বাংলাদেশ কুটির হাতিয়ার সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মন্জু। এই সময় উপস্থিত ছিল হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন কিরণ।  বাংলাদেশ কুটির হাতিয়া চরইশ্বর শাখার সভাপতি মোঃ আজাদ উদ্দিন মোঃ হোসনে মোবারক (কুমিল্লা বিশ্ব বিদ‍্যালয়ের সাংবাদিক এর উপরে শিক্ষানবীস ছাত্র), সহ আরো অনেকে। এই সময় সোসাল মিডিয়ায় ফেইসবুকে লাইভের মাধ‍্যেমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।  এই সময় বাংলাদেশ কুটির হাতিয়ার সাধারণ সম্পাদক মোঃ মুসফিকুর রহমান মন্জু আমার সংবাদকে জানান, হাতিয়া এই পযর্ন্ত ৩৪টি ঘর অসহায়ত্ত্বের মাঝে নির্মাণ করা হয়েছে। যা এটি নিয়ে ৩৫টি। সংগঠনটির করোনাকালীন সময়ের ২০২০ সালের ১৪ই এপ্রিল অসহায় গৃহহীন মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করার লক্ষ্যে একদল তরুনের সমন্বয়ে শুভযাত্রা হয়। বর্তমানে সংগঠনটির পরিচালনা উপদেষ্টা পর্ষদে রয়েছে, মোঃ মাহবুব মোর্শেদ লিটন (হাতিয়া উপজেলা চেয়ারম্যান),মোঃ ইমরান হোসেন (হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ) একে এম মোঃইউছুফ আলী (সাবেক পৌরসভা মেয়র) কৃঞ্চ মজুমদার (হাতিয়া উপজেলা প্রেসক্লাব)সহ ১২জন বিশিষ্ট কমিটি। এছাড়াও রয়েছে২১জন বিশিষ্ট কার্যকর পরিষদ কমিটি যার সভাপতি হিসেবে রয়েছেন মোঃ তসলিম আলম সেলিম। ঘরপূন নির্মাণে ভোক্তভোগীর পরিবার পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা। নাম মোঃ আলাউদ্দিন(৩৭),পিতা মোঃ জসিম উদ্দিন। মাতা মোসাঃআয়েশা খাতুন। পেশা রিক্সাচালক।পরিবারের সদস‍্য সংখ‍্যা ০৫জন। ছোটকালে বাবা তার মাকে ফেলে অন‍্যত্রে চলেগিয়ে আরেকটি বিয়ে করে। পরিবারে আলাউদ্দিনের একটি মেয়ে প্রতিবন্ধি। ভোক্তভোগী পরিবার বলেন এলাকা থেকে তেমন কোন সহোযোগিতা পায়নি তারা। তাই বাংলাদেশ  কুটির হাতিয়াকে ঘর করে দেওয়ার জন‍্য ধন্যবাদ জানান ভোক্তভোগীর পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com