করোনাভাইরাসের প্রভাবে বাবুগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। বৃহস্পতি ও বুধবার বাবুগঞ্জ উপজেলার মোট ১ হাজার পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ভাগ করে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট দরিদ্র-অসহায় মানুষের হাতে পৌঁছে দেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর এই ত্রাণ বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান এবং সমন্বয় করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল আহমেদ আজাদ।
Leave a Reply