বাল্য বিবাহ রুখবো-নিজ না পারলে আইনি সহায়তা নিব-চেয়ারম্যান মোহসীন খান
- আপডেট সময় :
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
-
৪৭০
মুলাদী প্রতিনিধিঃরেজা হাওলাদার> বাল্য বিবাহ রুখবো-নিজ না পারলে আইনি সহায়তা নিব এই স্লোগানকে সামনে রেখে ধর্ষন মুক্ত মুলাদী চাই, ধর্ষন মুক্ত বাংলাদেশ চাই, ধর্মীয় অনুভূতি সৃষ্টি, পিতা মাতার নজরদারী, ছেলে মেয়ে উভয়কে সচেতন হওয়া, সময় মতো ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে আরো বেশী করে সচেতনামূলক আলোচনা বাড়ালে সকলের মাঝে আরো বেশী সচেতনা সৃষ্টি হবে। তা হলেই সমাজ থেকে বাল্য বিবাহ ও ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হওয়া সম্ভব বলে জানিয়েছেন মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ মোহসীন উদ্দিন খান। গতকাল বেলা ১২ টায় মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদ হলরুমে সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় শিশুদের জন্য কর্মসূচী, বাল্য বিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি ও পদক্ষেপ গ্রহনে ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ মোহসীন উদ্দিন খান। এসয়ম উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর পক্ষে ডেপুটি ম্যানেজার আবু তাহের, সেইন্ট বাংলাদেশ এর সমন্বয়কারী জেসমিন আক্তার, প্রকল্প অফিসার শাহজাহাল মুরাদ, কামরুল হাসান, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মজিবুর রহমান, চরকালেখান ইউনিয়নের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষক, সরকারী কাজী, কিশোর কিশোরী, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সকলেই শপথ করে বলেন বাল্য বিবাহ রুখবো-নিজ না পারলে আইনি সহায়তা নিব।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply