নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
ব্রেকিং নিউজ :
পণ্য নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন করে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন। মেহেন্দিগঞ্জে গণধর্ষণ মামলায় গ্রাম পুলিশসহ গ্রেপ্তার-২। দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দ্বিতীয় দফায় আরও ১০০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি করা হচ্ছে। মাননীয় আইজিপির হাত থেকে পুরস্কার পেলেন । ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের শক্তির ওপর বিশ্বাস করে আন্দোলন চলছে। ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মানবাধিকারের কথা বলতে পারে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব আলমগীর। সব দলের উদ্দেশে তিনি বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব আলমগীর। সব দলের উদ্দেশে তিনি বলেন।

ক্ষমতাসীনরা দেশকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিকবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব দলের উদ্দেশে তিনি বলেন। জনগণ জেগে ওঠেছে, এবার পরিবর্তন হবেই। তাই আর কথা নয়। কথা একটাই- আর কালবিলম্ব না করে বাম-ডান, উত্তর-দক্ষিণ বুঝি না, যারা দেশকে ভালোবাসেন সবাই ঝাঁপিয়ে পড়ুন। এই ভয়াবহ দানব থেকে দেশকে রক্ষা করুন।


মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ একাংশের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট: শহিদ আবরার ফাহাদের প্রেরণা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরেনিয়াম নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাকে ব্যক্তিগতভাবে চিনি। আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন পড়াশোনা করা মানুষ তার মধ্যে তিনি একজন, আমরা তাই জানতাম; কিন্তু তার যে করুণ অবস্থা হয়েছে, সেটা জানতাম না। ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না। এটার জন্য তো বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এর আগেও উনি উলটা-পালটা কথা বলেছেন। ‘তলে তলে আপস হয়েছে’-এটার জন্য মনে হয় তার মনিব ক্ষুব্ধ হয়েছেন। সেটার জন্য হয়তো তার চেয়ে বেশি বক্তব্য দিচ্ছেন। এটাই হয় আর কী। এসব দলে তোষামোদি এমন পর্যায়ে চলে যায় যে, তখন তা হাস্যরসে পরিণত হয়।

‘তাদের কথাগুলো কিন্তু আমাদের জন্য বিনোদনের ব্যাপার হয়ে গেছে। আমাদের জীবন তো দুর্বিষহ। এটুকু বিনোদন থেকে বঞ্চিত করবেন না। আর এসব কথা শুনে অতি দুঃখেও খুবই হাসি পায়।’

দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রেমিটেন্স কমে যাচ্ছে, গার্মেন্টের রপ্তানি কমে যাচ্ছে, বৈদেশিক টাকা আসছে না। কয়েক মাস পরে আমদানি করার জন্য যে টাকা রিজার্ভে দরকার তাও থাকবে না। রিজার্ভ একদম নিচে নেমে যাবে। এটা আমি বলছি না, আওয়ামী ঘরানার যে বড় বড় অর্থনীতিবিদ আছেন তারাই বলতে শুরু করেছেন। ভয়ঙ্কর অবস্থা। এটা যদি ঠিক না করা যায়, অবিলম্বে যদি ব্যবস্থা নেওয়া না যায় ভয়াবহ অর্থনৈতিক অনিশ্চিয়তার খেসারত দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, সরকারের জনগণের প্রতি কোনো মায়া নেই, কোথাও জবাবদিহি করতে হয় না। তারা বিদ্যুৎ উৎপাদন করবে, আমদানি করবে যত খুশি চুরি করবে তাদের প্রশ্নও করা যায় না। তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে। রূপপুরে পারমাণবিক পাওয়ার প্লান্ট করেছে। সব দেশেই এই প্লান্টে যা খরচ হয়েছে তার থেকে চারগুণ বেশি টাকা দিয়ে রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা হয়েছে। কারণ কী? ওই যে চারগুণ বেশি খরচ তার থেকে ভাগাভাগি হয়ে যাবে ওদের কমিশন ওরা নিয়ে যাবে। পদ্মা সেতু করেছে ভালো কথা। সেখানে খরচ সর্বোচ্চ যেটা হওয়ার কথা তার চেয়ে বেশি চারগুণ টাকা দিয়ে করা হলো। এখন সেতুর উপর রেললাইন করা হয়েছে। সেখানেও একই অবস্থা।

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের ঐক্যের ক্ষতি হয়। অনেকের মধ্যে আমরা এই প্রবণতাটা দেখেছি, অনেক সময় মনগড়া কথা সমাজিক যোগাযোগমাধ্যমে লেখেন। এটা করবেন না। এটা যারা করেন তারা আন্দোলনের জন্য কোনো কাজ করছেন না। আন্দোলনের পেছনে ছুরি মারছেন।

বিগত নির্বাচনের চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যখন সামনে আসছে তখন একই কায়দায় আজকে আবার প্রধানমন্ত্রী বলতে শুরু করেছেন, আমার অধীনে নির্বাচন হবে। ওটাই সংবিধান। সংবিধানে তো কাটাছেঁড়া করে কিছুই রাখেননি। আর আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে দেশটা তাদের পৈতৃক সম্পত্তি। এটাকে তারা যেমন ইচ্ছা তেমনভাবে ভোগ করবে। তারা দেশের সর্বনাশ করে দিয়েছে।

গণঅধিকার পরিষদের (একাংশ) আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব) মিয়া মশিউজ্জামান, ব্যারিস্টার জিসান মহসিন, আবদুল মালেক ফরাজি, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, কেন্দ্রীয় সদস্য আহমেদ ইসমাইল বন্ধন, ইঞ্জিনিয়ার ফাহিম, জাহাঙ্গীর আলম, যুব নেতা ইমরান আল নাজির, ছাত্র নেতা সোহেল মৃধা প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com