সেলফি তুলে নিজেদের কর্মী–সমর্থকদের মনোবল ঠিক রাখার রাজনীতি বিএনপি করে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন। ‘সেলফি–টেলফি’ তোলার কাজে তিনি ছিলেন না। বিএনপি ওইসবের মধ্যে নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে আমিনবাজারের মিরপুর মফিদ–ই–আম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এখানে গত সোমবার সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু ওই সমাবেশের আগের রাতে পুলিশের বাধায় মঞ্চ করা যায়নি বলে অভিযোগ করেছে দলটি। সেদিন সমাবেশ করতে না পেরে আজ বিকেলে একই এলাকায় সমাবেশ করছে ঢাকা জেলা বিএনপি।
Leave a Reply