তারকা হিসেবে আবির্ভূত হওয়ার সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ। আর বিশ্বকাপের তারকা মানে তো ইতিহাসেরও তারকা। ৩১ বছর আগে তেমনই এক বিশ্বকাপ দিয়ে বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন ইনজামাম। উল-হক। ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। সেদিন মাত্র ৩১ বলে ফিফটি করেছিলেন ইনজামাম, যা কিনা এখনো বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্রুততম ফিফটি। গত পরশু সেই রেকর্ড ভাঙতে না পারলেও কাছাকাছি গিয়ে ঠিকই ইনজামামকে মনে করিয়েছেন সৌদ শাকিল। শাকিল ফিফটি করেছেন ৩২ বলে, যা বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি।
শুধু ফিফটিতেই নয়, আরও একটি দিক থেকে ইনজামামকে মনে করিয়েছেন শাকিল। ’৯২ বিশ্বকাপের আগে ক্রিকেট দুনিয়ায় ইনজামাম ছিল অপরিচিত একটি নাম। নেটে ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে তাঁকে দলে নেন অধিনায়ক ইমরান খান। ১৯৯১ সালে অভিষেকের পর পরের বছর সুযোগ পান বিশ্বকাপেও। আর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটি দিয়ে নিজের জায়গা খোদাই করে নেন ইনজি।
Leave a Reply