মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে মুলাদী উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সভাপতি এফ.এম.মাইনুল ইসলাম এর নেতৃত্রে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় মুলাদী উপজেলার ইসলামী শাসন তন্ত্র আন্দোলন এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল মুলাদী কেন্দ্রীয় ঈদগা ময়দান থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগা ময়দানে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা সভাপতি এফ এম মাইনুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা সাধারন সম্পাদক মাওলানা নেছার উদ্দিন সিকদার, সহ-সভাপতি মাষ্টার মোশারেফ হোসেন হাং, চরকালেখান ইউনিয়ন সাইদ রুহুল আমিন খান, মোশারফ হোসেন খান, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি আঃ রহিম দেওয়ান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর প্রধার সম্পাদক মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মুলাদী ইসলামীয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মাওলানা হাফিজ আহমেদ, মাওলানা ইসমাইল বিন এছাহাক, মাওলানা মেজবাহ, মুফতী মামুনুল হক, মুলাদী ট্রলারঘাট এতিমখানা জামে মসজিদের খতির আলহাজ্ব বাকী বিল্লাহ সহ পৌরসভার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ওলামায়ে কেরাম, তাওহিদি জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিগন প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন। প্রতিবাদ সমাবেশে সকল বক্তরা বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করা হয়েছে বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের। ফ্রান্স সরকারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্ব মুসলিম মেনে নিতে পারে না। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ফ্রান্স, এমন মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের কোনো দূতাবাস থাকবে না। এছাড়া ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় এবং অভিজ্ঞ ডাক্তারদের প্রতি বিশেষ ভাবে আহবান জানান ফ্রান্সে কোন কোম্পানির ঔষধ না লেখার জন্য প্রতিবাদ সমাবেশে। প্রতিবাদ শেষে কেন্দ্রীয় ঈদগা ময়দানের ইমাম মুফতি নুরুল আলম।
Leave a Reply