মানুষ যা চায় আপনারা তা দিতে পারেননি। আপনারা মানুষের পেটে লাথি মেরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল তৈরি করেছেন। বিএনপি যেখানে আন্দোলন সমাবেশ করেছে সেখানে মানুষের ঢল নেমেছে। এর-কারণ হলো সব জনগণ আজকে সরকারের পরিবর্তন চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন- বরিশাল বিভাগের সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেগম সেলিমা রহমান বলেন, দেশ এখন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। ছাত্রদলের মতো এত শক্তিশালী দল এখনো আওয়ামী লীগ গঠন করতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি আজকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
তিনি আরও বলেন, এই সরকার আজকে দিল্লির কথা বলছেন, কালকে আমেরিকার কথা বলছেন! বিভিন্ন কথা আপনাদের মুখ থেকে শোনা যায়। আমরা কিন্তু কিছু বলছি না! আমরা জনগণের শক্তির উপর বিশ্বাস করি। এর কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন জনগণই সব শক্তির উৎস। আজকে সব জনগণ ঘুরে দাঁড়িয়েছে। এর কারণ হলো এই সরকারের পতন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে সুস্থ করে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বরিশাল বিভাগের জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আলী আসগর ফকির, বরিশাল বিভাগ ছাত্রদল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।
বিএনপি
Leave a Reply