নিজস্ব প্রতিবেদক: রিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকার আন্ধারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ ঘরে বোমা তৈরি করতে গিয়ে গুরুতর আহত হয়েছে রাকিব মাল (১৭) নামে এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আন্ধারমানিক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রাকিব মাল ওই এলাকার কালাম মালের ছেলে এবং হিজলা উপজেলার একটি ওয়ার্কশপে কাজ করে। জানা গেছে, ওই ঘরে রাকিব মাল ও তার মা ছিলেন। ১২টি ম্যাচের কাঠি দিয়ে একটি কৌটায় বোমা বানানোর চেষ্টা করছিল সে। এসময় সেটা বিস্ফোরণ হলে বিকট শব্দ হয়। পরে এলাকাবাসী ওই বাসায় গেলে রাকিবকে গুরুতর আহত দেখতে পায় এবং তার বাম পা এবং দুই হাত বেশ জখম হয়। রাতেই তাকে হিজলা হাসপাতালে নেয়ার পরে সেখান থেকে পরে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়, শেষে শুক্রবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
Leave a Reply