বোয়ালিয়া বাজারে পেইজ নিয়ে তেলে সমতি সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী মাধবী রায়ের আগমন জরিমানা আদায়ের পরও চলছে মূল্য বৃদ্ধির হিড়িক,
শাহিন হাওলাদার / স্টাফ রিপোর্টার /
বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা করোনা ভাইরাসকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, কোন কারণ ছাড়া পিয়াঁজের দাম বৃদ্ধিকরে। হঠাৎ মূল্য বেড়ে যাওয়ার কারনে দিশেহারা গ্রাহকরা সকালে ৩৫ টাকা ধরে কেনা পেইজ বিকালে ৬০ টাকা করে কিনতে শুরু করলে মূহুর্তের মধ্যে দোকান গুলো পেইজ শূন্য হয়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে তিন ব্যবসায়ী ১, খালেক স্টোর ২, বসির স্টোর, ৩, প্যাদা স্টোরকে ১০,০০০ টাকা করে মোট ৩০০০০/ টাকা জরিমানা আদায় করেন ও দেশের এমন সংকট কালিন মূহূর্তে এ ধরনের গহিত কাজ না করতে নিষেধ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, স্হানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিরা। কিন্তু পরবর্তীতে তারা বাজার থেকে চলে গেলে অনেকে রাতারাতি পেইজ গুঁজে ফেলে অন্যত্র ছড়িয়ে রাখেন। অনেক ক্রেতা পেইজ কিনতে এসে খালি হাতে ফেরত যায়। পূনরায় এ রিপোর্ট লেখা কালীন মূহুর্তে পেইজের দাম ৭০ টাকা করে প্যাদা স্টোর সহ অন্য অন্য দোকানে প্রকাশ্য বিক্রি হচ্ছে বলে সূত্রে নিশ্চিত করেন।
Leave a Reply