পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সারা দেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আলু, পেঁয়াজ ও ডিমসহ অন্যান্য পণ্যে কারসাজি রোধে ৬৩টি বাজারে তদারকি করা হয়েছে। এ সময় কারসাজির প্রমাণ পাওয়ায় ১০৪টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম ও বিভাগীয় শহরসহ দেশের ৫০টি জেলায় অধিদপ্তরের ৫২টি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর সূত্র জানায়, ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply