মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান
- আপডেট সময় :
শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩১
786 বার পঠিত
মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ) ঃহাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ঃ ১৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে চার তলা বিশিষ্ট মডেল মসজিদ।
এই মডেল মসজিদে থাকবে কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামী পাঠাগার, গবেষণা কেন্দ্র, শিশু শিক্ষা, অতিথি শালা, পর্যটকদের আবাসন সুবিধা, মরদেহ গোসলের ব্যবস্থা, হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, ইমাম মুয়াজ্জিনদের আবাসন সুবিধা, মহিলা ও প্রতিবন্ধীদের পৃথক নামাজের ব্যবস্থাসহ সকল আধুনিক সুবিধা।
মসজিদটি নির্মাণ করা হচ্ছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা পরিষদ মসজিদের জায়গায়। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহম্মেদ, হাতিয়া পৌর মেয়র একেএম ইউছুফ আলী, নব নির্বাচিত মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, মাওলানা আবু ছায়েদ, মুফতি মোস্তফা আল কাশেমী, গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী এমদাদুল হক মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে একটি বিচ্ছিন্ন দ্বীপে এ ধরণের একটি আধুনিক মসজিদ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়শী প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই হাজার আলেম ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হাতিয়ার প্রবীণ আলেম মাওলানা নাজমুল হুদা। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬০টি এ ধরনের মডেল মসজিদ নির্মাণ করছে বর্তমান সরকার। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত মন্ত্রণালয় এ মসজিদের কাজ বাস্তবায়ন করছে। মসজিদের নির্মাণ সময় ধরা হয়েছে দুই বছর।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply