নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৭) ও রকিব মাতুব্বর (১৭)।
ওসি বলেন, “রোববার বিকালে গ্রামের একটি বিলে মাছ ধরতে যান শামীম ও রকিব। একই সময় ওই গ্রামের জামাল ও আফজালও মাছ ধরতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাকির ঘটনা ঘটে। এর জেরে সকালে জামাল-আফজালরা দলবল নিয়ে শামীম ও রকিবের উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষ বাধলে এতে ১০ জন আহত হন।
“পরে আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, “নিহতদের মাথায় একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।”
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
Leave a Reply