মানবতার কল্যানে সম্ভাবনা কলসকাঠী র উদ্যোগে সচেতনমুলক প্রচারে মাঠে!
বরিশাল জেলা প্রতিনিধি /
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী প্রচুর প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ ও সরকারের সহযোগিতায়
প্রতিটি মানুষের আতংক না হওয়ার পাশাপাশি সচেতন ও পরিস্কার পরিচ্ছন্ন পাশাপাশি, কিছু নিয়মঅনুযায়ী প্রচারের জন্য চলাফেরা করার নির্দেশনা নিয়ে শনিবারর সকাল থেকে সন্ধ্যা বাকেরগঞ্জ উপজেলা কলসকাঠী ইউনিয়নে হাট,মার্দাশা,ফতেয়াবাদ সহ বিভিন্ন স্হানে সচেতনতা বিষয়ে মাইকিং হয়। একঝাঁক তরুণ সম্ভাবনা কলসকাঠী তারা নিজ নিজ সহযোগিতা ও এই আয়োজন করা হয় বলে জানাগেছে। সবার কল্যান কামনা করে। সুস্বাস্থ্যের জীবন। সুখী পরিবার।
সার্বিক সহযোগিতা করেন কামরুল হাসান সোহাগ ভাই , বাংলাদেশ যুবলীগ বাকেরগঞ্জ উপজেলা আবুসালেহ্ বশির. কলসকাঠী ছাএলীগের হাবিবুর রহমান খান. মো মনিরুল ইসলাম (মনির)বক্স.বাবু রবি কুন্ড প্রমুখ
Leave a Reply