মানিকগঞ্জ পৌরসভার অভ্যন্তরীণ ট্রাক লোড আনলোড ও টোল আদায়ের মেয়াদ গত চৈত্রমাসে শেষ হলেও এখনও অবৈধভাবে ইজারাদার টোল আদায় অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দ সাহা অবৈধভাবে টোল নেয়ার বিষয়টি জানেন না বলে জানালেন।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার জরিনা কলেজের মোড়, বাসস্ট্যান্ড , দুধবাজার, গঙ্গাধর পট্টি (পুলিশ ফাঁড়ির) সামনে ও মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্যবাহী ট্রাক থেকে ইজারাদারের লোকজন ট্রাক থেকে টোল আদায় করতে দেখা গেছে।
পৌরসভার চুক্তি মোতাবেক ইজারাদার সুমন খন্দকার শহরের চারটি পয়েন্ট থেকে ওই সময়ের মধ্যে পৌরসভার অভ্যন্তরে আসা পণ্যবাহী ট্রাক থেকে মালামাল লোড আনলোড করার কথা।
কিন্তু ওই ইজারাদার শুরু থেকে পৌরসভার দেয়া শর্ত লঙ্ঘন করে উল্লেখিত স্থানের বাইরে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠের মোড়, জরিনা কলেজের মোড় থেকে (অতিরিক্ত পয়েন্ট) টোল আদায় করত।
এ ব্যাপারে মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানালেন, বিষয়টি তার জানা নেই। এ রকম হয়ে থাকলে ওই ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
Leave a Reply