মা ইলিশ রক্ষার্থে মুলাদী সদর ইউনিয়নে জেলেদের মাঝে বিশেষ বরাদ্ধের চাল বিতরন করেন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান
- আপডেট সময় :
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
-
৩৮৭
মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার> মা ইলিশ রক্ষার্থে কঠোর অবস্থান জেলেদের সর্তক বার্তা দিয়ে এবং এই সময়ে নদীর তীরে না যাওয়ার জন্য এবং জেলেদের জন্য সরকারের বিশেষ বরাদ্ধে চাল বিতরন করেন মুলাদী সদর ইউনিয়নে মোঃ কামরুল আহসান। গতকাল সকাল মুলাদী সদর ইউনিয়ন পরিষদের সামনে ২০ কেজি করে ৩৫০ জন জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে। চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার উত্তম কুমার, উপজেলা মৎস্য অফিসের ইউনিয়ন পর্যায়ের এফ এ তানভীর নাহার, ইউনিয়নের সচিব মোঃ জাকির হোসেন সিকদার, ইউনিয়নের সকল সদস্য সদস্যা গন। এসময় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান বলেন আপনারা যদি এই ২২ দিন একটু কষ্ট করে নিজেদের বাড়ীতে অবস্থান করবেন। ভুলেও কেহ মা ইলিশের জন্য নদীর কাছে যাবেন না। এতে দেশের উন্নয়নে আপনি অংশীদার হবেন। মা ইলিশ রক্ষার্থে সরকার কঠোর অবস্থানে আছে। যদি মা ইলিশ ধরা, ক্রয় বিক্রয়, বিহন করেন তাহলে আমার ইউনিয়নের যে কোন গ্রাম পুলিশ আপনাকে ধরে এনে আইনের আওয়াতায় নিয়ে আসবে। আজকের মা ইলিশ রক্ষা করে অভিযানের শেষ হলে আপরাই ধরবেন। মা ইলিশ রক্ষা করলে আপনারাই লাভবান হবেন. আমি আমার ইউনিয়নের সকল জেলেদের সর্তক কওে দিচ্ছি মা ইলিশ রক্ষা করবেন। জেলেদের কথা চিন্তা করে সরকারের বিশেষ বরাদ্দের চাল আমি আপনাদের মাঝে বিতরন করছি। মাত্র ২২টা দিন আপনারা ঘরে থাকুন, সরকারের উন্নয়নে মা ইলিশ রক্ষা করে আপনি ও অংশীদার হন। সরকারের নির্দেশ মেনে চলুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply