মুলাদী প্রতিনিধিঃরেজা হাওলদার> মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বেইলী ব্রীজ সংলগ্ন গনেশ মজুমদার বাড়ী শারদীয় দূর্গা পূজার প্রতিমা প্রস্তুুত সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল ৫টায় হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় পূজা শারদীয় দূর্গা পূজার প্রতিমা প্রস্তুুত সম্পন্ন হয়েছে জানিয়েছে গনেশ মজুমদার বাড়ীর মন্ডবে। দূর্গা পূজায় হিন্দুধর্মালম্বীদের দূর্গা মা এবারের দোলায় চলে আগমন করেছেন এবং নৌকায় চলে ফিরবেন বলে জানান প্রজা কমিটির সভাপতি শ্রী গনেশ মজুমদার, তিনি বলেন উপজেলার সকল পূর্জা মন্ডবে আমাদের আগে কেহ প্রতিমা প্রস্তুুতি করতে পারে নি, আমরা সকলের সহযোগিতা পেলে করোনা মহামারীর মাঝেও সামাজিক দুরুত্ব বজায় রেখে সকলকে আনন্দ দিতে পারব। তাই এবারের শারদীয় দূর্গা পূজায় সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন গনেশ মজুমদার বাড়ীর পূজা কমিটির সভাপতি শ্রী গনেশ মজুমদার, সাধারণ সম্পাদক দ্বিপক দাস।
Leave a Reply