মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদারঃ মুলাদীতে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে, তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৬জনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। হাসপাতালে আহত ও থনায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের স্থানীয় বাবুল হাওলাদারের সাথে একই বাড়ীর মৃত বারেক হাওলাদারের পুত্র দেলোয়ার হোসেন খোকনের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। এ শত্রুতার জের থেকেই সামান্য ঘটনায় গত ৩০জানুয়ারী শনিবার বেলা ২.৩০মিনিটে বাবুল হাওলাদরের ভাতিজি কলেজ পড়–য়া খাদিজা বাড়ীর যৌথ ডিপটিউবলে পানি আনতে গেলে কলে অবস্থান রত জালাল হাওলাদারের পুত্র শাকিল তাকে পানি নিতে বাধা প্রদান করে। উক্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দেলোয়ার হোসেন খোকন, শাকিল হাওলাদার, মোহাম্মদ আলী হাওলাদার, আঃ হাকিম কালু, রুহুল আমিন, মেছের হাওলাদার, রেবেকা বেগম, নিলুফা বেগম, সালমা বেগম সহ তাদের দলবল দেশীয় অস্ত্র-ষস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রতিপক্ষের শাহিনা বেগম, আলতাফ হাওলাদার, নাসিমা বেগম, ইয়াসমিন বেগম, শাহাবুদ্দিন হাওলাদার, সেতারা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের পরিবার।
Leave a Reply