মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূরকরি’’ দেশীয় মাছ রক্ষা পেলে, পুষ্টি-অর্থ দুই মেলে’’ নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের মুলাদী উপজেলায় মৎস অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মুলাদীর মরা নদীতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এর উদ্ভোধন করেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনী। এসময় ১৯৩ কেজী রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও গত বৃহস্পতিবার এ প্রকল্পের আওতায় ৬০০০হাজার গুলশার পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, মুলাদী থানা অফিসার ইনচার্জ মাকছুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সুব্রত গোস্বামী, মুলাদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, গোপালগঞ্জ মৎস্যচাষি সমিতির মুলাদী উপজেলা সভাপতি জুয়েল হাওলাদার, সহ-সভাপতি হাসান হাওলাদার, সাধারন সম্পাদক মাহবুব হোসেন পলাশ, যুগ্ন-সম্পাদক শাহাদাৎ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক খান ইমরান, কোষাধক্ষ সুমন হাওলাদার সহ মৎস অফিসার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
Leave a Reply