মুলাদীতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে আ’লীগ,ছাত্রলীগ ও স্থানীয় জনতার বিক্ষোপ মিছিল এবং অধ্যক্ষের কক্ষে তালা
- আপডেট সময় :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
-
৪১১
মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: মুলাদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ’লীগ,ছাত্রলীগ ও স্থানীয় জনতা। ঘটনার বিবরনে জানা যায় গত ১৯ অক্টোবর চরকালেখান আদর্শ কলেজের প্রভাষক মহাবেদ আচার্য এর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আ: ছত্তার খানকে রাখা হয়। অনুষ্ঠানে কলেজের প্রভাষক মোঃ ইউসুফ আলী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য চলাকালীন সময়ে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আ: ছত্তার খান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান জাতীয় পার্টির পৌর আহবায়ক কলেজের অধ্যক্ষ কবির হোসেন খান ঐ শিক্ষককের মাইক কেড়ে নিয়ে তাকে লাঞ্চিত করেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করে এই সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ন মন্তব্য করে বলে জানান কলেজ প্রভাষক ইউসুফ আলী। এ ঘটনা জানতে পেরে চরকালেখান ইউনিয়ণ আ’লীগ.যুবলীগ ও ছাত্রলীগ ও স্থানীয় জনতা ক্ষোপে ফুঁসে উঠে এবং মঙ্গলবার ১১ টায় কুটুক্তিকারী সাবেক বিএনপির সহ সভাপতি ও কলেজে অধ্যক্ষ কবির হোসেন খান ও উপজেলা বিএনপির সভাপতি আ: ছত্তার খানের বিচার দাবি করে বিক্ষোপ মিছিল ও সমাবেশ অণুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উত্তেজিত জনতা কলেজ অধ্যক্ষের কার্যালয় তালা ঝুলিয়ে দেন। বিচার না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাবেন বলেও জানান। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ কবির হোসেন খান এর কাছে জানতে তার মুঠো ফোনে ফোন দিলে রিসিভ করেননি
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply