মুলাদী প্রতিহনিধিঃ রেজা হাওলাদার: সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সেইন্ট বাংলাদেশ এর বাস্তবায়নাধিন শিশুদের জন্য প্রকল্প মুলাদী উপজেলায় ০-১৮ বছর সকল শিশুর শিক্ষা স্বাস্থ্য শিশুর নিরপত্তা বিয়য়ে কাজ করে আসছে। এর ধারা বাহিকতায় দীর্ঘ দিন কোভিড- ১৯ সংক্রামণের কারণে স্কুল বন্ধ থাকায় শিশুদের শেখার ও খেলা ধুলার সুযোগ অনেকটায় কমে এসেছে। শিশুরা বাড়িতে টিভি আর মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, যা শিশু শিখন পরিবেশ ছোট করে দিয়েছে। শিশুর কথা বলার জগৎ ছোট হয়ে গিয়েছে। এমন ই সময় সেভ দ্য চিলড্রেন এর সহায়তা লেগো ফাউন্ডেশন এর আর্থিক সহায়তা সেইন্ট বাংলাদেশের মাধ্যমে মুলাদী উপজেলায় ৩৮৯৩ শিশুর মাঝে ম্যাজিক ব্যাগ (শিখন উপকরণ) প্রদান করা হয়। যা শিশু খেলার মাধ্যমে তার ভাষা ও গণিত সহ বিভিন্ন দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করে দেয়। এর ই ধারা বাহিকায় উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে ফ্রোসটারিং প্লেফুল হোমস কর্মসূচির শেয়ারিং মিটিং এর আয়োজন করা হয়। সভায় সভাপত্ত্বি করেন: উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ হোসাইনী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তরিকুল হাসান খান (মিঠু)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সাইয়েদুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ শাহীন ইসলাম ডাইরেক্টর ইজিই সেভ দ্য চিলড্রেন, ঢাকা, মোঃ ফারুক হোসেন, সিনিয়র ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, বরিশাল ফিল্ড অফিস, বিকাশ সরকার ম্যানেজার ফ্রোসটারিং প্লেফুল হোমস, ঢাকা, গনেশ চন্দ্র (জয়) ডেপুটি ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, শিশুদের জন্য কর্মসূচি, বরিশাল, গোপাল চন্দ্র শীল, প্রকল্প সমন্বয়কারী, শিশুদের জন্য কর্মসূচি, সেইন্ট বাংলাদেশ, কিশোর কুমার দাস, উপজেলা কো-অর্ডিনেটর, শিশুদের জন্য কর্মসূচী, ে মোঃ আব্দুস সালাম প্রকল্প কর্মকর্তা এ্যডুকেশন শিশুদের জন্য কর্মসূচি, সেইন্ট বাংলাদেশ, মুলাদী, শাহাদাৎ-উর- রহিম এসিসটেন্ট মিল এন্ড আইটি অফিসার, নুসরাত জাহান এসিসটেন্ট এডমিন এন্ড ফাইনান্স অফিসার মুলাদী। এছাড়া উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পর্যায়ের বিভিন্ন এনজিও’র কর্মকর্তা,মাধ্যামক বিদ্যালয়েল শিক্ষক বৃন্দ, শিক্ষনুরাগী ব্যক্তি বর্গ, শিশুর অভিভাবক বৃন্দ
Leave a Reply