নোটিশ :
জরূরী নিয়োগ বিজ্ঞপ্তি: সারাদেশ ব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে আগ্রহীরা যোগাযোগ করুন: 01753741909, সিভি পাঠান:  crimejanata24@gmail.com
মুলাদীতে গলাকাটা যুবকের লাশ ফষলি জমির পাশে।

মুলাদীতে গলাকাটা যুবকের লাশ ফষলি জমির পাশে।

বরিশাল জেলার মুলাদীতে ইমরান (২৫) নামে এক যুবকের গলাকেটে হত্যা করা হয়েছে। আজ বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রোজমোহন গ্রামের একটি ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইমরান ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে দেড়বছর আগে কাতার থেকে দেশে আসে। স্বজনরা জানান, খাওয়া-দাওয়া শেষে রাত ১১ টার দিকে ইমরান ঘুমাতে তার কক্ষে যায়। তার মোবাইলে কল আসে এবং সে কথা বলতে বলতে ঘর থেকে বাইরে বের হয়। এরপর থেকে নিঁখোজ ইমরান। সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ফসলি ক্ষেতের পাশে ইমরানের গলাকাটা মরদেহ দেখে স্বজনদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। বরিশাল জেলার পুলিশের অতিরিক্ত সুপার মোঃ নাঈমুল হক জানান, মরদেহ উদ্ধারের Kকরে এবং  আইনত যথাযথ ব্যবস্থা গ্রহনের কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2020 Crimejanata24.Com
Design & Development: Hostitbd.Com