মুলাদীর চরকালেখানে ২৮০ জন জেলেদের মধ্যে ভিজিডি চাল বিতরন করেন চেয়ারম্যান হাজী মোহসীন উদ্দিন খান।
- আপডেট সময় :
মঙ্গলবার, ৪ মে, ২০২১
-
৮৯
786 বার পঠিত
মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: মুলাদীর চরকালেখানে ২৮০ জন জেলেদের মধ্যে ভিজিডি চাল বিতরন করেন চেয়ারম্যান হাজী মোহসীন উদ্দিন খান। গতকাল সকাল ১০ টায় চরকালেখান ইউনিয়ন পরিষদ চত্তরে উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা সমবায় কর্মকর্তা ও টেগ অফিসার আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব জসিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারফ বেপারী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলো খান, ইউনিয়ন পরিষদ সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের উপস্থিতিতে ২৮০ জন জেলেদের মধ্যে ৪০ কেজি করে চাল বিতরন করেন হাজী মোহসীন উদ্দিন খান। ভিজিডি’র চাল বিতরনের সময় আওয়ামীলীগ এর বিদ্রোহী ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মিলন মোল্লার নেতৃত্বে একদল লোক উপস্থিতি হয়ে চাল বিতরনে বাধা প্রদান করে। এতে সেখানে হট্টগোল এর সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ইউনিয়ন চেয়ারম্যান মুলাদী থানায় সংবাদ দিলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন চাল বিতরনের সময় আমি উপস্থিত ছিলাম, সেখানে কোন অনিয়ম আমার চোখে পড়েনি, কিন্তুু কতিপয় স্থানীয় লোকজন সেখানে এসে হট্টগোল সৃষ্টি করে। ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহসীন উদ্দিন খান বলেন আমি চেয়ারম্যান থাকা অবস্থায় পুনরায় আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নির্বাচিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী তার সমর্থকদের সাথে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে এবং সরকারী কাজে বাধা প্রদান করে আসছে। আমি উক্ত ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply