মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে,ভিজিডির সেপ্টম্বর মাসের ৩০৯ জনকে সরকারের বরাদ্ধকৃত ৩০ কেজি করে চাউল বিতরন করেন ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ মোহসীন উদ্দিন খান। গতকাল বরিবার বেলা ১০ টায় চরকালেখান ইউনিয়ন পরিষদের সামনে ৩০৯ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরন করেন। সরকারী চালের বস্তা না খুলে প্রতিটি ভিজিডি কার্ডধারীকে ১টি করে ৩০ কেজি ওজনের চালের বস্তা বিতরন করেছেন। ভিজিডি চাল বিতরনে সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার আমিুল ইসলাম, চরকালেখান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারেফ বেপারী, ইউনিয়ন পরিষদ এর সচিব মোঃ মজিবুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যা বৃন্দ এবং গ্রাম পুলিশগন। এসময় ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহসীন উদ্দিন খান বলেন সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন, আজ আমি সেপ্টম্বর মাসের ভিজিডি চাল আপনাদের মাঝে বিতরন করেছি। আপনারা জেনে খুশি হবে যে সরকার ঘোষিত শত ভাগ ভাতা ভোগীদের মধ্যে আমাদের মুলাদী উপজেলা আছে ,আমরাও আছি। তাই সরকারের নিময় মেনে চলব।
Leave a Reply