মুলাদী প্রতিনিধিঃ রেজা হাওলাদার: মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি ও নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মরহুম সোহরাব হোসেন পাইক এর স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে নাজিরপুর বন্দরে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরন সভায় সভাপতিত্ব করেন নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বদরুল আলম মুকুল তালুকদার, স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ হাবিবুল্লাহ এনামুল ভূইয়া, ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক, নাজিরপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি ও সম্পাদক, ছাত্র সমাজের সভাপতি সম্পাদক, সহ নাজিরপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকমী বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হাবিবুল্লাহ এনামুল ভুইয়া মরহুমের জীবনের বিভিন্ন দিক নির্দেশনা মুলক কথা স্মরন করে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Leave a Reply